📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সোমবার লোকসভার চতুর্থ দফায় বাংলার আট আসনে মোটামুটি ভাবে শান্তিপূর্ণ ভাবেই ভোট গ্রহণ হল। বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে গড়ে ৭৫.৬৬ শতাংশ।
তবে তাৎপর্যপূর্ণ ভাবেই কম ভোট পড়েছে আসানসোল আসনে। আসানসোলে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৬৯.৪৩ শতাংশ।
এদিন মোট আটটি লোকসভা আসনে ভোট হয়েছে বাংলায়। সেই আট আসন হল, বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বোলপুর ও বীরভূম।
বিক্ষিপ্ত ভাবে বীরভূম ও বর্ধমান দুর্গাপুরে এদিন কিছু অশান্তির ঘটনা ঘটে। বহরমপুরের কিছু এলাকায় বুথ দখল ও ছাপ্পা হয়েছে বলেও অভিযোগ করেছে কংগ্রেস। তা ছাড়া রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী।
তবে কমিশন জানিয়েছে, মোটের উপর ভোট শান্তিপূর্ণ হয়েছে। এদিন বিকেল ৫টা পর্যন্ত বহরমপুরে ভোট পড়েছে ৭৫.৩৫ শতাংশ। কৃষ্ণনগরে ৭৭.২৯ শতাংশ, রানাঘাটে ৭৭.৪৬ শতাংশ, বর্ধমান পূর্বে ৭৭.৩৬ শতাংশ, বর্ধমান-দুর্গাপুরে ৭৫.০২ শতাংশ, বোলপুরে ৭৭.৭৭ শতাংশ এবং বীরভূমে ৭৫.৪৫ শতাংশ ভোট পড়েছে।
ভোট গ্রহণ চলবে বিকেল ৬টা পর্যন্ত। তার পর চূড়ান্ত পরিসংখ্যান মঙ্গলবার জানাবে নির্বাচন কমিশন। তবে চতুর্থ দফাতেও পূর্বের তুলনায় কম ভোট পড়েছে বলে মনে করা হচ্ছে।
গত লোকসভা ভোটে বহরমপুরে মোট ভোটারের ৭৯.৪১ শতাংশ ভোট দিয়েছিলেন। কৃষ্ণনগরে ভোটার টার্ন আউট ছিল ৮৩.৭৫ শতাংশ। বর্ধমান পূর্বে গতবার ৮৪.৭৮ শতাংশ ভোট পড়েছিল, বর্ধমান দুর্গাপুরে ভোট পড়েছিল ৮২.৬৭ শতাংশ। গত বার আসানসোলে ভোট পড়েছিল ৭৬.৬২ শতাংশ। আর বোলপুর ও বীরভূমে ৮৫ শতাংশের বেশি ভোট পড়েছিল। কমিশনের মতে, সেই শতাংশের হিসাবে খুব বেশি হেরফের হবে বলে মনে করা হচ্ছে না।