📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দুর্নীতির পর দুর্নীতি করে যাচ্ছে তৃণমূল। কোনও কিছুই বাদ দিচ্ছে না। আবাসের বাড়ি থেকে জল প্রকল্প, সব প্রকল্প থেকে কাটমানি নিচ্ছে তাঁরা। এমন দলের প্রার্থীদের ভোটের দিন শাস্তি দেবেন তো? হাওড়ায় দলীয় প্রার্থী রথীন চক্রবর্তীর সমর্থনে ভোট প্রচারে এসে এই প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে ফের একবার তৃণমূল সরকারের বিরুদ্ধে অনুপ্রবেশকারীদের প্রাধান্য দেওয়া এবং তোষণের রাজনীতি করার অভিযোগ করেছেন তিনি।
হাওড়ার সাঁকরাইলের সভা থেকে কংগ্রেস এবং বামেদের নিশানা করতেও ছাড়েননি নরেন্দ্র মোদী। তবে তিনি দাবি করেছেন, সবার থেকে বেশি ‘গন্ডগোল’ করে তৃণমূলই! মোদী বলেন, ”কংগ্রেসের দুর্নীতি, পরিবারবাদ এবং তোষণের রাজনীতির সঙ্গে বামেদের অত্যাচার, সব মিলিয়ে খারাপ জিনিসগুলো এক জায়গায় জড়ো করলে তৈরি হয় তৃণমূল। ওই দলের নেতারদের কাজই হচ্ছে গন্ডগোল করা।” মোদীর অভিযোগ, প্রকাশ্যে তারা জমি দখল করে, গুণ্ডামি করে, কিন্তু সরকার তাদের কিছুই বলে না।