📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: তীব্র দাবদহের পর গত সপ্তাহ থেকে ফিরেছে স্বস্তি। উত্তর থেকে দক্ষিণ, গোটা বাংলার জেলায় জেলায় হয়েছে ঝড়-বৃষ্টি। নেমেছে তাপমাত্রা। তবে সাময়িক স্বস্তির শেষে ফের আসছে ভোগান্তির দিন। আবারও ফিরবে তাপপ্রবাহ।
তবে কী ফের হাঁসফাঁস গরমে ভুগতে চলেছে রাজ্যবাসী? আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঝড়-বৃষ্টির শেষে ফের গরম পড়তে চলেছে। বিশেষ করে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলি যেমন বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল, পশ্চিম মেদিনীপুরের তাপমাত্রা ৪১-৪২ ডিগ্রির ঘরে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অস্বস্তি থাকবে কলকাতা ও তার পাশ্ববর্তী এলাকায়। যদিও আগামী দু’দিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারের পর থেকে দক্ষিণবঙ্গে ফের গরম পড়তে শুরু করবে।