📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আজ রাজ্যে চতুর্থ দফার ভোট। আর এই দফায় বাকি অন্য কেন্দ্রের সঙ্গে সবার নজর দক্ষিণবঙ্গের বীরভূমের দিকে। কারণ, সাম্প্রতিক অতীতে এই প্রথম বীরভূমে ভোট হবে অনুব্রত মণ্ডলকে ছাড়া। শনিবার নিচুপট্টিতে তাঁর বাড়ি ছাদে উড়তে দেখা গিয়েছে রামের নামঙ্কিত পতাকা। যা নির্বাচনের আগে নতুন চর্চা।
গরু পাচার তদন্ত মামলায় ২০২২ সালে এই বীরভূম থেকে গ্রেফতার হয়েছিল অনুব্রত মণ্ডল। সম্প্রতি বীরভূমের প্রতিটি জনসভায় তাঁর নাম নিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, জোর করে অনুব্রতকে আটকে রাখা হয়েছে। এমনকী তৃণমূল নেত্রী দাবি করেছেন, ভোট মিটলেই ছাড়া পাবেন কেষ্ট।