📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রাষ্ট্রপতির পর এবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠল কারামন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে। তাঁর ওই বক্তব্য ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
শুক্রবার কাঁথির তৃণমূল কংগ্রেস প্রার্থী অখিল গিরির সমর্থনে প্রচার করেন অখিল গিরি। সেসময়ই প্রচার মঞ্চ থেকে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে আক্রমণ করেন তিনি। তিনি বলেন, “রাজ্যপালের মাথা গরম হয়ে গিয়েছে। মেয়েটি দেখতে সুন্দর। কাজকর্ম করে। তাঁর লোভ লেগে গিয়েছে।” এমনকি রাজ্যপালকে তুই তুই করেও কটাক্ষ করেন তিনি।
অখিল গিরির এই মন্তব্যের তীব্র সমালোচনা করেন বিরোধীরা। রাজ্য BJP-র মুখপাত্র শমিক ভট্টাচার্য জানান, রাজনীতিতে এই ভাষা কাম্য নয়। গোটা তৃণমূলই কুরুচিকর মন্তব্য করে বলেও কটাক্ষ তাঁর।