মোদী আসছেন, কলকাতার কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ জেনে নিন, বৃষ্টি নামলে যানজটের আশঙ্কা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আজ, শনিবার বিকেলের মধ্যে দুদিনের রাজ্যে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর বঙ্গ সফরকে কেন্দ্র করে রাজ্য প্রশাসনে জোর তৎপরতা তুঙ্গে উঠেছে। পুলিশ কলকাতার বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে বলে জানিয়েছে। এই বিষয়ে ইতিমধ্যে একটি নির্দেশিকাও জারি করেছেন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল।

আজ, শনিবার হওয়ায় শহরের অধিকাংশ স্কুল-কলেজ এবং অফিসকাছারি ছুটি থাকে। ফলে খুব বেশি অসুবিধা না হলেও অধিকাংশ বেসরকারি অফিস খোলা আছে। এবং আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বিকেল থেকে ঝড়বৃষ্টি হতে পারে। ফলে, গাড়ি চলাচলে নিয়ন্ত্রণ জারি করলে বেশ কিছু রাস্তায় যানজট দেখা দেওয়ার আশঙ্কা থেকেই যায়। তার উপর ঘরমুখী মানুষ নাজেহাল হতে পারেন।