অমিত শাহকে ‘সি অফ’ করেছেন কয়লা মাফিয়া! তৃণমূলের অভিযোগের জবাব দিল বিজেপি

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: অন্ডাল বিমানবন্দরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বিদায় জানাতে গিয়েছিলেন একজন কয়লা মাফিয়া! এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। যদিও বিজেপির পাল্টা দাবি, রাজ্যের শাসকদল জয়দেব খাঁ নামে যে ব্যক্তিকে কয়লা মাফিয়া বলে দাবি করছে, তিনি আদপেই তা নয়। বিজেপিতে যোগ দেওয়ায় তাঁর বিরুদ্ধে কয়লা পাচারের মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।

শুক্রবার কৃষ্ণগঞ্জ, রামপুরহাট এবং রানিগঞ্জে সভা করেন শাহ। এরপর অন্ডাল বিমানবন্দর থেকে দিল্লির বিমান ধরেন তিনি। সেখানে যে ১৬ জন বিজেপি নেতা তাঁকে বিদায় জানাতে এসেছিলেন, তাঁদের অন্যতম রানিগঞ্জ বিধানসভার বক্তারনগরের জয়দেব। তাঁর হাত পদ্মফুল নিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী- এমন ছবিও দেখা গিয়েছে।

জয়দেবের দাবি, ২০১৯ সালে তিনি বিজেপিতে যোগ দেন। তারপরেই তাঁর নামে কয়লা পাচারের মিথ্যা অভিযোগ দেওয়া হয়। তিনি বর্তমানে বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা কমিটির এবং নির্বাচন কমিটির সদস্য। দল তাঁকে বিমানবন্দরে যাওয়ার নির্দেশ দিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *