সোনারপুরে বাইক দুর্ঘটনায় মৃত্যু অঙ্কুশের সহ-অভিনেতার! অভিনয় করেছিলেন ‘মির্জা’য়

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বাইক দুর্ঘটনায় মৃত্যু হল হল এক অভিনেতার। শনিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানা এলাকার আড়াপাঁচে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম আজ়াদ শেখ। ৩৫ বছরের আজ়াদ অঙ্কুশ হাজরা অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘মির্জা’য় অভিনয় করেছিলেন। ওই সিনেমায় আজ়াদের ছেলেও একটি ছোট্ট চরিত্রে অভিনয় করে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় সোনারপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করা হয়। খবর দেওয়া হয় মৃতের পরিবারের কাছে। পুলিশ জানিয়েছে, শনিবারই দেহের ময়নাতদন্ত করা হবে।

সোনারপুর থানার জগদীশপুরের বাসিন্দা ছিলেন আজ়াদ। শনিবার ভোর ৪টে নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন মামার বাড়ি যাবেন বলে। আজ়াদের পরিবার সূত্রে খবর, কোনও কারণে দু’দিন পর পরিবারের সকলে মিলে আজ়াদের মামার বাড়িতে যাওয়ার কথা ছিল। কিন্তু আজ়াদ শনিবারই বেরিয়ে পড়েন বাইক নিয়ে। তাঁর বাবা বারণ করেছিলেন। কিন্তু শোনেননি আজ়াদ। তার কিছু ক্ষণ পরেই দুর্ঘটনার খবর পায় পরিবার। পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, বাইক নিয়ে একটি মালবাহী গাড়িতে ধাক্কা মারে আজ়াদের বাইক। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বাইকের গতিবেগ এতটাই ছিল যে, সামনের চাকা খুলে গড়িয়ে যায় রাস্তার। বাইকের সামনের অংশটি পুরোপুরি দুমড়ে-মুচড়ে গিয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের।

error: Content is protected !!