📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আবারও এক বায়োপিক আসছে টলিউডে। তবে অভিনেতা, খেলোয়াড়, স্বাধীনতা সংগ্রামীর নয়, আসছে বাঙালি বিজ্ঞানীর বায়োপিক। বিজ্ঞানী সত্যেন বোসের জীবন নিয়ে ছবি তৈরি হয়তে চলেছে টলিউডে। ছবির সহ-প্রযোজক সম্ভবত সুজিত সরকার!
গুঞ্জন ছড়াতেই নড়ে বসেছে টলিউড। চাপা উত্তেজনা ইতিমধ্যেই ছড়িয়ে গিয়েছে। সঙ্গে লাখ টাকার প্রশ্ন, বিজ্ঞানীর ভূমিকায় কাকে দেখা যাবে? টালিগঞ্জ পাড়ায় কান পাতলে দুই তারকা অভিনেতার নাম শোনা যাচ্ছে।
একজন যিশু সেনগুপ্ত অন্যজন অনির্বাণ ভট্টাচার্য। দু’জনেই এইসময়ের একেবারে প্রথম সারির নেতা। একের পর এক চ্যালেঞ্জিং রোলে অভিনয় করছেন দুজনেই, তবে বায়োপিকে সেভাবে দেখা যায়নি দুজনের কাউকেই। এবার কার ভাগ্যে শিকে ছেঁড়ে, সেটাই দেখার।