📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আগামী ৭ মে উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে। সোমবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, ৭ মে (বুধবার) বেলা ১২ টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফলাফল। অর্থাৎ সেইসময় থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সাংবাদিক বৈঠক শুরু হবে। তবে অনলাইনে রেজাল্ট দেখার জন্য আরও ঘণ্টাদেড়েক অপেক্ষা করতে হবে পড়ুয়াদের। দুপুর ২ টো থেকে অনলাইনে রেজাল্ট দেখা যাবে। পরীক্ষার্থীরা কোন বিষয়ে কত নম্বর পেয়েছেন, সেই সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবেন। ডাউনলোডও করে রাখতে পারবেন ডিজিটাল মার্কশিট।
কবে উচ্চমাধ্যমিকের সার্টিফিকেট ও মার্কশিট মিলবে?
তবে সেদিনই মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া হবে না। সংসদের দেওয়া মার্কশিট এবং সার্টিফিকেট হাতে পাওযার জন্য পড়ুয়াদের আরও একটা দিন অপেক্ষা করতে হবে। সংসদের তরফে জানানো হয়েছে, আগামী ৮ মে (বৃহস্পতিবার) সকাল ১০ টা থেকে রাজ্যের ৫৫টি বিতরণ কেন্দ্র থেকে স্কুলের প্রতিনিধিদের হাতে মার্কশিট এবং সার্টিফিকেট তুলে দেওয়া হবে। আর সেদিনই যাতে পড়ুয়ারা উচ্চমাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট পেয়ে যান, তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে সংসদ।
আর কয়েক দিন পরেই উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, কবে ও কখন ঘোষণা করা হবে? মার্কশিট কবে মিলবে?
