মারাদোনার সেই সোনার বলের খোঁজ মিলল, প্যারিসে হবে জমজমাট নিলাম

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ৩৮ বছর আগে ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপ দিয়েগো মারাদোনাকে অন্য গ্রহের মানুষ করে তুলেছিল। তিনি আর্জেন্টিনাকে সেই বিশ্বকাপে চ্যাম্পিয়ন করেছিলেন। তিনি হয়ে উঠেছিলেন স্বপ্নের নায়ক। মেক্সিকোর আজটেকা স্টেডিয়ামে মারাদোনা বলকে নিয়ে ম্যাজিক দেখিয়েছিলেন। তিনি কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে দুটি করে গোল করেছিলেন। ফাইনালে বুরুচাগা যে জয়সূচক গোলটি করেন, সেই সোনার পাসও বাড়ান মারাদোনাই।

ওই বিশ্বকাপে সোনার বল জিতেছিলেন দিয়েগো। কিন্তু বিখ্যাত আর্জেন্টাইনের আমৃত্যু আক্ষেপ ছিল তাঁর ওই বলটি হারিয়ে যায়। ওই কিংবদন্তির মৃত্যুর সাড়ে তিনবছর পরে ওই বলের খোঁজ মিলেছে। আর্জেন্টিনার নিলামকারী সংস্থা আগুতের ক্রীড়া বিশেষজ্ঞ ফ্রাঁসোয়া থিয়েরি এক বিবৃতিতে জানিয়েছে, এই সোনার বলটি একবছর ধরেই রয়েছে তাদের কাছে। এও শোনা গিয়েছিল, ওই সোনার বলটি গলিয়ে ফেলেছে কোনও পাচারকারী দল। ওই খবরটি যে ভিত্তিহীন, সেটি এতদিন পরে বোঝা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *