📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: পোস্টার বিতর্কে সরগরম বিজেপির দক্ষিণ কলকাতার সাংগঠনিক জেলা। এরই মধ্যে নাম না করে দলের একাংশকেই হুঁশিয়ারি দিলেন বিজেপি (BJP) নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বললেন, “দিলীপ ঘোষকে কে কোণঠাসা করবে?”
ফের ‘চায়ে পে চর্চা’ কর্মসূচি নিয়ে জেলায় জেলায় যাচ্ছেন দিলীপ। মঙ্গলবার ছিলেন বর্ধমানের কাটোয়ায়। সেখানে স্থানীয় গোপীনাথের মেলা থেকে একটি ধারালো দা কিনে দিলীপ বলেছিলেন, “এক দা-এ অনেক কাজ হয়ে যাবে!” এবার নদিয়ার কৃষ্ণনগরের চায়ে পে চর্চা কর্মসূচি থেকে দিলীপ বললেন, “আমার কাউকে দরকার পড়ে না। আমি নিজের ক্ষমতায় রাজনীতি করি!”
দিলীপ সরাসরি কারও নামোল্লেখ করেননি। তবে পর্যবেক্ষকদের অনেকের মতে, নাম না করে বঙ্গ বিজেপির ক্ষমতাসীন গোষ্ঠী অর্থাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারদেরকেই বার্তা দিয়েছেন দিলীপ।
প্রসঙ্গত, দোলের দিন রাজ্যের ২৫টি সাংগঠনিক জেলার সভাপতিদের নাম ঘোষণা করেছে পদ্মশিবির। ১৮টি সাংগঠনিক জেলার সভাপতি নির্বাচন এখনও বাকি থাকলেও তখন থেকেই রাজ্য রাজনীতির অভ্যন্তরে অপার কৌতূহল, বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি (west bengal, state president) কে হবেন? তারই মধ্যে হঠাৎ করে দিলীপ নিজের পুরনো মেজাজে ফিরেছেন। দিলীপই পরবর্তী রাজ্য সভাপতি কিনা, তা নিয়েও দলের অভ্যন্তরে চর্চা শুরু হয়েছে। তারই মধ্যে দিলীপের এহেন মন্তব্য, জল্পনাকে আরও চড়িয়ে দিয়েছে।
ইফতার পার্টি নিয়েও ফের বিতর্কিত মন্তব্য শোনা গিয়েছে ঘোষবাবুর মুখে। বিজেপির প্রাক্তন সাংসদের কথায়, “কেউ কেউ কখনও চন্দন আবার কখনও টুপি পড়ে মেকি মুসলমান সেজে ইফতার পার্টিতে যোগদান করছে! এটা মুসলিমদের জন্য লজ্জা।”