📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দক্ষিণ কলকাতার পুজো গুলির মধ্যে পুরনো একটি পুজো হল হিন্দুস্থান পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো। রবিবার সম্পন্ন হল খুঁটি পুজো। এবছর পুজোর ৯৫ তম বর্ষ। ভাবনা ও সৃজনে মলয় রায় ও শুভময় সিনহা।
৯৫ বছরে হিন্দুস্থান পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো
