৮ মার্চ কৃতী নারীদের সম্মাননা জ্ঞাপন কালচারাল লিটারারি ফোরামের


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। কথা শিল্পী শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়ের কলকাতার বাসভবনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করল কালচারাল লিটারারি ফোরাম অফ বেঙ্গল। একদিকে যেমন উপস্থিত ছিলেন সংগঠনের শিল্পী সদস্য সদস্যারা, অন্যদিকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জিতেন্দ্র তিওয়ারি, সম্পাদক প্রীতম সরকার সহ বহু বিশিষ্টজনেরা। কবিতা, গান, শ্রুতি নাটকে উদযাপিত হয় ৫০ তম আন্তর্জাতিক নারী দিবস। বিশেষ দিনে সংবর্ধনা প্রদান করা হয় শিল্পী মৌ গুহ, ময়না ব্যানার্জি, কাজল ভট্টাচার্য ভাদুরী, ডায়েটিশিয়ান রেশমি মিত্রকে। এদিন নারীর কাজের সঙ্গে পাল্লা দিয়ে পুরুষকে কাঁধে কাঁধ মিলিয়ে চলার বার্তা দেন কালচারাল লিটারারি ফোরাম অফ বেঙ্গলের সভাপতি জিতেন্দ্র তিওয়ারি।

error: Content is protected !!