নিজস্ব সংবাদদাতা, Todays Story: বুধবার সকাল থেকে শুরু হয়েছিল অভিযান। শেষ হল প্রায় ৭০ ঘণ্টা পর। সূত্রের খবর, শনিবার ভোর ৪টে ৪৫ মিনিট নাগাদ মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়ি থেকে বের হন আয়কর দফতরের আধিকারিকরা। এবিষয়ে স্বরূপ বিশ্বাস দাবি করেছেন, তাঁর বাড়ি থেকে কোনও কিছু নিয়ে যাননি তদন্তকারী আধিকারিকরা। বাজেয়াপ্ত করেননি নগদ টাকা এবং গয়না। যদিও এবিষয়ে তদন্তকারীরা কোনও প্রতিক্রিয়া দেননি।