📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মা আসার সময় হল। চারিদিক যখন বৃষ্টিতে প্লাবিত, খুঁটি পুজোয় দুর্গোৎসবের সূচনা করে দিল মহামায়াতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি। এবছর পুজোর ৭০ তম বর্ষ। মহামায়াতলা (ইস্ট) মিলনী সংঘ পরিচালিত এই পুজোয় উপস্থিত ছিলেন পুজো কমিটির চেয়ার পার্সন ফিরদৌসী বেগম, সভাপতি নজরুল আলি মন্ডল, সম্পাদক প্রদীপ চক্রবর্তী, কাউন্সিলর অরূপ চক্রবর্তী, কার্যকরী সভাপতি সাম্যব্রত দত্ত, সহ সভাপতি অভিজিৎ চক্রবর্তী, অসিত বোস, সত্যব্রত দত্ত, সহ সম্পাদক হিরু চক্রবর্তী সহ আরো অনেকে।
২০২৫ সালে মহামায়াতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির মূল মন্ত্র হল, ” গাইবো, পড়ব, খেলব মোরা, উড়বো মোরা প্রাণ খুলে”, পরিকল্পনা ও রূপায়ণে লোক কৃষ্টি কলা কেন্দ্র, শব্দ বিন্যাসে অরিন্দম সরকার, মিডিয়া পার্টনার Todays Story । প্রতিমা গড়ছেন কুমোরটুলির শিল্পী পরিমল পাল। মন্ডপ নির্মাণে গিরিশ ঘোষ (ঋষি)।