📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আরও ২৬টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত। ভারতীয় নৌসেনার ব্যবহারের জন্য এই যুদ্ধবিমানগুলি নেওয়া হচ্ছে। ফ্রান্স থেকে ‘রাফাল মেরিন’ (রাফাল-এম) কেনার এই চুক্তিতে ইতিমধ্যে চূড়ান্ত ছাড়পত্র দেওয়া হয়েছে। সূত্রের খবর, ৬৩ হাজার কোটি টাকা ব্যয়ে ওই ২৬টি রাফাল (মেরিন) কেনা হচ্ছে। এই ২৬টি যুদ্ধবিমানের মধ্যে ২২টিতে একজন পাইলট বসার জায়গা থাকছে। বাকি চারটি বিমানে দু’জন করে পাইলট বসতে পারবেন।
গত বছরের নভেম্বরেই ফ্রান্স সফরে গিয়েছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। ওই সময়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁর সঙ্গে বৈঠক করেন তিনি। এ ছা়ড়াও ফরাসি প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুর সঙ্গেও বৈঠক হয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টার। সেখানেই ভারতীয় নৌসেনার জন্য ২৬টি রাফাল মেরিন যুদ্ধবিমান কেনার পরিকল্পনা নিয়ে কথা হয় বলে সূত্রের খবর।
৬৩০০০ কোটি টাকায় ফ্রান্সের থেকে ২৬টি যুদ্ধবিমান কিনছে ভারত, সবুজ সঙ্কেত নৌসেনার জন্য ‘রাফাল মেরিন’ চুক্তিতে
