৬০ ঘণ্টা, ৪ শহর, ১২ অনুষ্ঠান! একনজরে মেসির ভারত সফরের ‘অতিমানবিক’ সূচি

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: প্রত্যেক শহরেই একঝাঁক কর্মসূচি রয়েছে মেসির। প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ, খুদেদের সঙ্গে সময় কাটানো, ফ্যাশন শো, মূর্তি উন্মোচন-একাধিক অনুষ্ঠানে দেখা যাবে এলএম টেনকে। একনজরে দেখে নেওয়া যাক তাঁর তিন দিনের সফরনামা।
১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভারতে থাকবেন মেসি । প্রথমেই তিনি কলকাতায় পা রাখবেন। ১৩ ডিসেম্বর সকাল ১০টায় যুবভারতীতে নাচে-গানে মেসিকে শ্রদ্ধা জানানো হবে। সকাল সাড়ে ১০টায় মেসি ঢুকবেন যুবভারতীতে।
মোহনবাগান ‘মেসি’ অল স্টার বনাম ডায়মন্ড হারবার ‘মেসি’ অল স্টার ম্যাচ দেখবেন মেসি। সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। মঞ্চে থাকতে পারেন শাহরুখ খানও।