📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সাল ১৯২৪, জলপথে পেরুর উদ্দেশ্যে যাচ্ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। হঠাৎই জাহাজে অসুস্থ হয়ে পড়েন উনি। জাহাজটি সেই সময়ে আর্জেন্টিনা পেরোচ্ছিল। নোবেলজয়ী সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর জাহাজে অসুস্থ হয়ে পড়েছেন, সেই খবর পৌঁছায় আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এয়ারেসের অভিজাত পরিবারের মেয়ে ভিক্টোরিয়া ওকাম্পো-র কাছে।
লেখিকা ও সাহিত্য অনুরাগী ওকাম্পো আর্জেন্টিনার বুয়েনস আইরেস শহরের এক ধনী ও বনেদি পরিবারের কন্যা। কবিগুরুর গীতাঞ্জলি ও অন্যান্য সাহিত্যের ফরাসি ও ইংরেজি অনুবাদ পাঠের মধ্য দিয়ে কবির সৃষ্টিশীলতায় মুগ্ধ ভিক্টোরিয়া ওকাম্পো তৎপর হয়ে ওঠেন এবং ওনার ব্যবস্থাপনায় কবিগুরুর চিকিৎসা করানো হয়।
দীর্ঘদিন সেবা যত্ন পাওয়ার পর সম্পূর্ণ সুস্থ হয়ে ১৯২৫ সালের জানুয়ারি মাসে আর্জেন্টিনা থেকে বিদায় নেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।
আজ অর্ধ শতক (৫৭ বছর) পরে কোনো ভারতীয় প্রধানমন্ত্রী আর্জেন্টিনার মাটিতে পা রাখলেন, এবং প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি বুয়েনোস এয়ারেসে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন। একজন বাঙালি হিসেবে সামাজিক মাধ্যমে গর্ব প্রকাশ করন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী।