📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দীর্ঘ ৬ বছর পর বিশ্বভারতীর (Visva Bharati) আশ্রমপ্রাঙ্গণ খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। ক’দিন আগেই বিশ্ববিদ্যালয়ের (Visva Bharati University) উপাচার্য হন প্রবীর কুমার ঘোষ (Prabir Kumar Ghosh)। দায়িত্ব নিয়েই বড় ঘোষণা করেছিলেন তিনি। তবে, দু’দিনের মাথায় সেই সিদ্ধান্ত প্রত্যাহার কর্তৃপক্ষের। নির্দেশিকা দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, রবীন্দ্রভবন ছাড়া আর কোথাও ঢুকতে পারবেন না সাধারণ মানুষ।
শুক্রবার ওয়ার্ল্ড হেরিটেজ ও ট্যুরিজম কনফারেন্স থেকে নয়া উপাচার্য বলেছিলেন, দীর্ঘ বছর পর বিশ্বভারতীর আশ্রমপ্রাঙ্গণ-সহ বাকি বন্ধ থাকা জায়গাগুলি পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে।
২০১৯-এ করোনা অতিমারির সময় যখন গোটা দেশ ঘরবন্দি। সেই সময় তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সিদ্ধান্ত নেন আশ্রমপ্রাঙ্গণও বন্ধ করে দেওয়া হবে। সেই মতোই এত দিন ধরে বন্ধ রাখা ছিল চত্বর।
বলা হয়েছিল, পর্যটকদের জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার তা আলোচনা সাপেক্ষ। পরবর্তীতে সে ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে। তবে সিদ্ধান্তে উলটপুরাণ দু’দিনের মাথায়।
কারণ দর্শিয়ে বলা হয়েছে, যেহেতু ওয়ার্ল্ড হেরিটেজের (World Heritage) তালিকায় নাম রয়েছে বিশ্বভারতীর, সেই কথা মাথায় রেখেই সিদ্ধান্ত বদল করা হয়েছে। বলা হয়েছে, ভবিষ্যতে বিশ্বভারতী প্রাঙ্গণ সকলের জন্য খুলে দেওয়া যায় কিনা, তা নিয়ে পরে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত শুধু রবীন্দ্রভবনই দেখতে পারবেন পর্যটকরা।