২৬ শতাংশ SC এবং ৬ শতাংশ ST সংরক্ষণ, এঁদের সবাই হিন্দুদের মধ্যে পড়ে: মমতা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রাজ্যে ২৬ শতাংস SC এবং ৬ শতাংশ ST সংরক্ষণ রয়েছে, এঁদের সবাই হিন্দুদের মধ্যে পড়ে। সোমবার বিধানসভায় স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে বিজেপিকে তোপ দাগেন তিনি। মমতা বলেন, ‘রাজ্যে ৩০ শতাংশ সংখ্যালঘু রয়েছে। পিছিয়ে থাকা সংখ্যালঘুদের খেতে দেব না, পরতে দেব না এটা হতে পারে না। social and economic backwardness এর ভিত্তিতে মণ্ডল কমিশন অনুযায়ী OBC সংরক্ষণ করা হয়েছে।’