📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আর ঢাক ঢাক গুর গুর নয়। একেবারে সরাসরি। বিধানসভা অধিবেশন থেকে শুরু করে রাস্তাঘাট, সব ক্ষেত্রেই হিন্দুত্বের (Hindu Vote) কথা বলে কোমর বাঁধছে বিজেপি (BJP)। বাঁকুড়ায় (Bankura) তো দেওয়ালের পর দেওয়াল ছেয়ে গিয়েছে হিন্দুত্বের বার্তায়।
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে হিন্দু ভোট জড়ো করতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি। বাঁকুড়া ১ নম্বর ব্লকে দেওয়াল লিখনে হিন্দুত্ব নিয়ে তৃণমূলকে আক্রমণ করা হয়েছে।
স্থানীয় বিজেপির দাবি, ধর্ম নিয়ে তৃণমূলের তোষণ-নীতির প্রতিবাদেই এই প্রচার কর্মসূচি। ২০১৯ সালের লোকসভা ভোট এবং ২০২১-এর বিধানসভা নির্বাচনে বাঁকুড়া জেলায় ভাল ফল করেছিল বিজেপি। কিন্তু পঞ্চায়েত, পুরসভা এবং ২০২৪-এর লোকসভা ভোটে অনেকটাই জমি হারিয়েছে তারা।
তৃণমূল অবশ্য এ নিয়ে খুব একটা চিন্তিত নয়। অন্যদিকে বামেদের অভিযোগ, এই দুই দলই ধর্ম নিয়ে রাজনীতি করছে। মানুষের কথা ভাবার দরকারই মনে করে না তারা।