২৫ শতাংশ মার্কিন শুল্ক নিয়ে মোদীকে আক্রমণ কংগ্রেসের

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ভারতীয় রপ্তানি পণ্যের উপরে ২৫ শতাংশ আমদানি শুল্ক চাপিয়েছে আমেরিকা। ১ অগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে। ট্রাম্পের এই ঘোষণার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। দুই রাষ্ট্রনেতার মধ্যে যে সৌহার্দ্যের সম্পর্ক রয়েছে, তাকে উপহাস করে জয়রাম রমেশ জানিয়েছেন, এই সৌহার্দ্য অর্থহীন। জয়রাম রমেশ আরও জানিয়েছেন, ট্রাম্প লাগাতার ভারতকে অপমান করে গেলেও, নীরব থেকেছেন মোদী। কূটনৈতিক ক্ষেত্রে তার পুরস্কার পাবেন বলে আশা করেছিলেন তিনি। কিন্তু তা হয়নি।