📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দক্ষিণ কলকাতার পুরনো ও আকর্ষণীয় পুজোগুলির মধ্যে অন্যতম হল সিংহি পার্ক সর্বজনীন দুর্গা পুজো কমিটির পুজো। দূর দূরান্তের মানুষ ছুটে আসেন প্রতিমা দর্শন করতে। পুজোর দিনগুলোয় সকাল থেকে রাত ভিড়ে ঠাসা থাকে এই পুজো প্রাঙ্গণ। ১৩ জুলাই খুঁটি পুজোর মধ্যে দিয়ে শারদ উৎসবের সূচনা করে দিল সিংহি পার্ক পুজো কমিটি । এবছর ৮৪ তম বর্ষ।
২৫ এ ৮৪, খুঁটি স্থাপন করে সিংহি পার্কের পুজোর সূচনা
