২৩ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বাস্থ্য শিবির

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: একেই প্রচন্ড গরমে নাজেহাল অবস্থা। তার ওপর রয়েছে আর্দ্রতা জনিত অস্বস্তি। শরীর খারাপ হচ্ছে অনেকের। ব্লাড ব্যাঙ্ক গুলিতেও রক্তের টান। এলাকাবাসীদের কথা ভেবে এগিয়ে এল ২৩ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস। বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করে পাশে থাকল সেই সব মানুষদের যারা অর্থাভাবে চিকিৎসা করানো থেকে দূরে থাকেন।

সম্প্রতি ২৩ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। যেখানে চক্ষু পরীক্ষা করাতে আসন ৩৩৪ জন ,রক্ত পরীক্ষা, সুগার, LFT, লিপিড প্রোফাইল করান ১৩১ জন। স্বাস্থ্য শিবিরে শিশুদের জন্যও ছিলেন চিকিৎসকরা।  এছাড়াও ছিলেন জেনারেল ফিজিশিয়ান,
ডেন্টিস্টরা। ইসিজির ব্যবস্থা ছিল। এছাড়াও সুগার(তাৎক্ষনিক),প্রেসার,অক্সিজেন মাত্রা মাপার যন্ত্রও ছিল।


অনুষ্ঠানে বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। আমন্ত্রিতদের তালিকায় ছিলেন  দিলীপ যাদব,পুরপ্রধান অমিত রায়,পৌর প্রধান চুঁচুড়া পৌরসভা সুদীপ রাহা ,মুখপাত্র পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস প্রিয়াঙ্কা দে , সদস্যা,হুগলি জেলা পরিষদ, শিল্পী চ্যাটার্জী, সভানেত্রী,হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূলের মহিলা কংগ্রেস।সুবীর মুখার্জী,কর্মাধ্যক্ষ, হুগলি জেলা পরিষদ, এছাড়া উত্তরপাড়া পৌরসভা ও চুঁচুড়া পৌরসভা পৌরপ্রতিনিধি ও জেলা এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব।