📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ মুখ্যমন্ত্রীর। তিনি বলেন,‘এত বড় ক্রীতদাস, দলদাস। পরিবারতন্ত্র চলছে। ২২ থেকে ২৪ বার নির্বাচন কমিশন নির্দেশ পরিবর্তন করেছে। নিজের জামাই, মেয়ে সবের উন্নয়নে দেশটাকেই ফাঁসিয়ে দিল। দিল্লির লাড্ডুতে হয়নি। BJPর বাংলার লাড্ডু চাই। বাংলার রসগোল্লা আছে। জয়নগরের মোয়া, বর্ধমানের একটা ল্যাংচা খেলেই পেট আঁইঢাই করবে। ’
২২ থেকে ২৪ বার নির্বাচন কমিশন নির্দেশ পরিবর্তন করেছে: মুখ্যমন্ত্রী

