২২ আগস্ট মেট্রো পথে জুড়ছে রুবি-বেলেঘাটা, একসঙ্গে ৩টি রুট উদ্বোধনে প্রধানমন্ত্রী!

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্ল‌্যানেড-শিয়ালদহ অংশে পরিষেবা শুরু করাই নয়। ২২ শে আগস্ট উদ্বোধন হতে পারে নিউ গড়িয়া-বিমানবন্দর রুটের রুবি-বেলেঘাটা অংশও। একই সঙ্গে ওই দিনই নোয়াপাড়া-বিমানবন্দরের মধ্যে মেট্রোর পরিষেবা শুরু হতে পারে। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সপ্তাহে শহরে এলে তিন মেট্রোরুটের উদ্বোধন করতে পারেন। রেলবোর্ডসূত্রে খবর, শিয়ালদহ অথবা এসপ্ল‌্যানেড কোথা থেকে এই উদ্বোধনী অনুষ্ঠান হবে তা এখনও চূড়ান্ত নয়। এদিকে মঙ্গলবার শহরে এসেছিলেন রেলবোর্ডের চেয়ারম‌্যান। তিন প্রকল্পের উদ্বোধনের অপেক্ষায় থাকা অংশেরই চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখেন তিনি। মেট্রোয় চড়ে যান হাওড়া-শিয়ালদহ, বেলেঘাটা-রুবি, নোয়াপাড়া-বিমানবন্দর এবং এসপ্ল‌্যানেড-নোয়াপাড়া পর্যন্তও।