📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ২১শে জুলাইকে সামনে রেখে প্রতিবারই বড় কর্মসূচি নেয় তৃণমূল। এবার তারপরেই ২০২৬ সালের ভোট। সেকারণে রেকর্ড সমাগম করতে চাইছে দল। গোটা রাজ্যের তৃণমূলের একেবারে তৃণমূলস্তরের কর্মীরাও এই দিনটার দিকে তাকিয়ে থাকেন। তবে গত কয়েকবছর ধরেই এই কর্মসূচির আগে একটা বিষয় নিয়ে বিতর্ক দানা বাঁধে। সেটা হল ২১শে জুলাইয়ের মঞ্চে থাকে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি।অতীতে এনিয়ে দলের অন্দরেও নানা সময়ে নানা কথা উঠেছে। তবে এবার দলের শীর্ষ নেতৃত্ব আগাম জানিয়ে দিয়েছেন এবার ২১শে জুলাইয়ের প্রচার পোস্টারে কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ছবিই থাকবে। সেখানে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ছবি থাকবে না। তার কারণও জানিয়ে দিয়েছেন দলের একাধিক নেতৃত্ব।শনিবার ২১শে জুলাই সমাবেশের প্রস্তুতি বৈঠক ডেকেছিল তৃণমূল। সেই বৈঠকের পরে সাংবাদিক বৈঠকে কলকাতা উত্তরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছেন, ক্যামাক স্ট্রিটের দফতর থেকে পেনড্রাইভে ২১শে জুলাই কর্মসূচির যে পোস্টার দেওয়া হয়েছে তাতে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে। সেই সঙ্গেই তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন উনি যেহেতু ২১শে জুলাইয়ের সেই কর্মসূচিতে ছিলেন না তাই তাঁর ছবি থাকবে না। শুধু মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ছবিই থাকবে।মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, অভিষেক বলেছেন ২১শে জুলাইতে আমি ছিলাম না। তাই অভিষেকের ছবি থাকবে না। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তোমরা ছিলে। এখানে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ছবি থাকবে। পরবর্তীকালে সাধারণ সম্পাদক খুব ভালোভাবে পার্টিটাকে চালাচ্ছেন।
২১শে জুলাইয়ের প্রচার পোস্টারে অভিষেকের ছবি কি থাকবে এবছর ?
