২০ লক্ষ টাকার চুরির রহস্যভেদে গড়িয়াহাট থানার আরেক সাফল্য!

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দক্ষ ডিজিটাল নজরদারি ও সাহসী অভিযান — এই দুইয়ের মিশেলে ফের একবার নজির গড়ল কলকাতা পুলিশের সাউথ-ইস্ট ডিভিশনের অন্তর্গত গড়িয়াহাট থানার পুলিশ।

সম্প্রতি ২০ লক্ষ টাকার নগদ চুরির ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করতে মরিয়া ছিল পুলিশ। অভিযুক্ত এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছিল, একের পর এক রেইডের হাতছানি এড়িয়ে যেতে চেষ্টা করছিল সে। কিন্তু তাতেও শেষ রক্ষা হল না। আধুনিক প্রযুক্তি ও টেকনিক্যাল সার্ভেইল্যান্সের মাধ্যমে অবশেষে শনাক্ত করা গেল অভিযুক্তকে।

রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে, সূর্যাস্তের পর এক গোপন হানা দিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। অভিযানের সময় প্রচুর টাকা ভর্তি ব্যাগ ঝোপে ফেলে পালানোর চেষ্টা করে অভিযুক্ত, কিন্তু পুলিশি চোখ এড়ানো যায়নি। এই অভিযান থেকে উদ্ধার হয়েছে ১৬.৩৯ লক্ষ টাকা। বাকি টাকার খোঁজে জোরদার তল্লাশি চলছে।

error: Content is protected !!