২০১২-তে ওয়াংখেড়েতে শাহরুখ বিতর্ক, কী ঘটেছিল ? ১২ বছর পর খোলসা করলেন KKR ডিরেক্টর


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সালটা ছিল ২০১২ । ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বইকে হারিয়ে দিয়েছিল কেকেআর । ওইদিন ঘটেছিল আরও একটি ঘটনা । ওই ম্যাচের পর ওয়াংখেড়েতে প্রবেশের জন্য শাহরুখকে ৫ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছিল । যদিও তিন বছর পর সেই ব্যান তুলে নেওয়া হয় । ২০২৪ সাল, আবারও মে মাস । ওয়াংখেড়েতে চলছে মুম্বই বনাম কেকেআর ম্যাচ । আর ম্যাচের ঠিক আগেই আবারও ২০১২ সালের সেই পুরনো হাওয়া নতুন করে উঠল সোশ্যাল মিডিয়ায় । শাহরুখকে কেন সাসপেন্ড করা হয়েছিল, কী ঘটেছিল সেদিন ? এবার সেই নিয়ে মুখ খুললেন কেকেআরের প্রাক্তন ডিরেক্টর জয় ভট্টাচার্য ।ম্যাচের আগে একটি টুইট করেন জয় ভট্টাচার্য । তিনি লেখেন, ‘শেষবার কেকেআর যখন ওয়াংখেড়েতে মুম্বইকে হারায়, তখনও আমি সেই ডাগআউটের অংশ ছিলাম । অনেকটা সময় পেরিয়েছে । কিন্তু আজ হয়তো দিনটি কেকেআরের হতে পারে!’ একজন ব্যবহারকারী তার উত্তরে লেখেন, ‘শাহরুখ ওয়াংখেড়েতে নিরাপত্তা কর্মীদের হেনস্থা করার পর থেকেই কেকেআর অভিশপ্ত ছিল ।’ তারপরই ভট্টাচার্য তাঁকে দ্রুত মনে করিয়ে দেন, সেদিন কী ঘটেছিল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *