📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ১ মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ব্রাত্য বসুর গাড়ির ওপর হামলাকাণ্ডে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী। সাড়ে ৮ হাজার কিলোমিটার দূরে স্পেনে বসে উস্কানি দেওয়ার অভিযোগ তাঁর বিরুদ্ধে। পাশাপাশি হামলার ছক তৈরি করার অভিযোগ যাদবপুরের ওই প্রাক্তনীর বিরুদ্ধে। স্পেন থেকে দিল্লি বিমানবন্দরে নামতেই গ্রেফতার গবেষক হিন্দোল মজুমদার। পুলিশ সূত্রে দাবি, স্পেনে বসেই শিক্ষামন্ত্রীর গাড়ির ওপর হামলার পরিকল্পনা ছকেন ওই গবেষক। অভিযোগ, যাদবপুরের পড়ুয়াদের সঙ্গে হোয়াটসঅ্যাপ মারফত হামলার ব্লু প্রিন্ট তৈরি করে দেন অভিযুক্ত। কোন জায়গায় বিক্ষোভ হবে, কীভাবে বিক্ষোভ দেখাতে হবে, তা ঠিক করে দেন হিন্দোল, দাবি পুলিশের। ওই দিন বিশ্ববিদ্য়ালয় ক্যাম্পাসে অগ্নিসংযোগের ঘটনাতেও তাঁর যোগ রয়েছে বলে দাবি পুলিশের। ওই গবেষকের বিরুদ্ধে একাধিক ধারায় পুলিশের FIR দায়ের করে। বারবার তলব করা হলেও তিনি হাজিরা দেননি বলে দাবি পুলিশের। এরপর তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি হয়। গবেষণা শেষ করে স্পেন থেকে দিল্লি ফিরতেই বিমানবন্দরে গ্রেফতার হন যাদবপুরের প্রাক্তনী। ধৃত ছাত্রকে ট্রানজিট রিমান্ডে দিল্লি থেকে কলকাতায় আনা হচ্ছে।
১ মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ব্রাত্য বসুর গাড়ির ওপর হামলাকাণ্ডে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী
