📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: পয়লা জুলাই থেকে বাড়ছে রেলের ভাড়া। AC ক্লাসের ভাড়া বাড়ছে কিলোমিটার প্রতি ২ পয়সা করে। মেল এবং এক্সপ্রেস ট্রেনে নন-AC কোচের ভাড়া প্রতি কিলোমিটারে ১ পয়সা করে বাড়ানো হচ্ছে। পয়লা জুলাই থেকে কার্যকর হবে AC, নন-AC-র নতুন ভাড়া। রেল সূত্রে খবর, ২০১৩ এবং ২০২০-র তুলনায় এটাই সর্বনিম্ন ভাড়াবৃদ্ধি। সাধারণ যাত্রীদের কথা মাথায় রেখে, শহরতলির ট্রেনের ভাড়া অপরিবর্তিত রাখা হয়েছে এবং মাসিক সিজন টিকিটের দামেও কোনও পরিবর্তন করা হয়নি বলে রেল সূত্রে খবর।
১ জুলাই থেকে বাড়ছে ট্রেনের ভাড়া, জানাল রেল
