📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ১২ ঘণ্টা পরে I-PAC-এর অফিস থেকে বের হলেন ইডি আধিকারিকরা। বৃহস্পতিবার সকাল ছ’টা থেকে আইপ্যাকের অফিসে তল্লাশি শুরু করেন ইডি আধিকারিকরা। মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের অফিসে গিয়েছিলেন। আইপ্যাকের অফিস থেকে বেশ কিছু ফাইল মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হয় বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেসের নথি হাতানোর জন্যেই ED-কে পাঠানো হয়েছিল বলে দাবি তৃণমূল নেত্রীর। পাল্টা কাজে বাধা দেওয়ার জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইডি।
ইডি আধিকারিকরা আইপ্যাকের অফিস থেকে বের হতেই তাঁদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী, সমর্থকরা। ইডিকে ‘বিজেপির দালাল’ বলে স্লোগান দেওয়া হয়।

