📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: গত বছর ঠিক আজকের দিনেই প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য শপথ নিয়েছিলেন নরেন্দ্র দামোদর দাস মোদী (Modi government)। তাঁর ১১ বছরে রাজত্বে দেশ কীভাবে এগিয়ে চলেছে, সেই সুশাসনের কথা ইতিমধ্যে সোশ্যাল মাধ্যমে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী।
আর তারপরই পাল্টা ৩ মিনিট ৭ সেকেন্ডের ভিডিওয় মোদীর সুশাসন নিয়ে সোশ্যাল মাধ্যমেই বড় প্রশ্ন তুলে দিল সংসদের চতুর্থ বৃহত্তর দল তৃণমূল (TMC)।
৬টি পয়েন্টে এদিন মোদীর ১১ বছরের রাজত্বের সুশাসন নিয়ে প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল। টুইটে তৃণমূলের তরফে লেখা হয়েছে, ‘ঠিক এই মুহূর্তটাই উপযুক্ত সময়— ফিরে তাকানোর, বিচার করার— বিজেপি গত ১১ বছরে সত্যিই দেশকে কী দিয়েছে?’
তৃণমূলের অভিযোগ, মোদীর আমলে মহিলাদের ওপর অপরাধের ঘটনা উদ্বেগজনক ভাবে বৃদ্ধি পেয়েছে, মাত্রাতিরিক্ত মূল্যবৃদ্ধি, রেকর্ডহারে বেকারত্বের বৃদ্ধি, বিভেদ সৃষ্টিকারী একাধিক জনবিরোধী আইন, রেল দুর্ঘটনার বৃদ্ধি এবং করোনাকালে চরম অব্যবস্থা ও বিপর্যয়। এরপরই বিজেপিকে আক্রমণ করে তৃণমূলের দাবি, “১১ বছরে জনতাকে সেবা? বরং বলুন— ১১ বছরের দুর্ভোগ!”
৩ মিনিট ৭ সেকেন্ডের ভিডিওয় নিজেদের অভিযোগের সপক্ষে একাধিক ছবিও তুলে ধরেছে তৃণমূল।
বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে বাংলা সফর করে গিয়েছেন মোদী ও শাহ। ওই সফর থেকে বাংলার অনুন্নয়ন, দুর্নীতি-সহ একাধিক ইস্যুতে তৃণমূলকে বিঁধেছিলেন মোদী এবং শাহ। এবার মোদীর আমলের রাজত্ব নিয়ে পদ্ম শিবিরের উদ্দেশে একাধিক প্রশ্ন তুলে দিল তৃণমূল।
বাংলায় ভোটের সময় যত এগিয়ে আসবে ‘সুশাসন’ বনাম ‘জনতার দুর্ভোগ’ প্রশ্নে বিজেপি-তৃণমূলের পরস্পরের প্রতি আক্রমণের ঝাঁঝও ততই তীব্রতর হবে বলে মত ওয়াকিবহাল মহলের।