📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সময়ের সঙ্গে সঙ্গে বাংলা ছবির দর্শকদের পছন্দ-অপছন্দ বদলাতে শুরু করেছে। এখন আর হিরো-হিরোইনকে দেখে ছবি চলে না, ছবি চলে গল্পের জোরে। এযুগের প্রযোজক থেকে হল ব্যবসায়ীরা এসব বেশ বুঝে গিয়েছেন। এবার এক নতুন গল্প আসছে টলিউডে। নাম ‘১০ জুন’ । আজ্ঞে হ্যাঁ এই, তারিখই ছবির নাম।ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন সকলের প্রিয় ‘মিঠাই’ ওরফে সৌমিতৃষা কুন্ডু, এবং অভিনেতা সৌরভ দাস। দুজনেই টেলিপাড়ার জনপ্রিয় মুখ। ছবির পরিচালক রূপক চক্রবর্তী।