হিন্দী ভাষী সংগঠনের রাজ্যের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ব্যারাকপুরের কুন্দন

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:  হিন্দী ভাষী সম্প্রদায়ের স্বার্থরক্ষায় কাজ করে চলা পশ্চিমবঙ্গ হিন্দী ভাষী সংগঠনের West Bengal Linguistic Minorities Association নতুন যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন ব্যারাকপুরের কুন্দন সিং। এই  সংগঠনের রাজ্যের সভাপতি হিসেবে রয়েছেন জিতেন্দ্র তিওয়ারি, যিনি পশ্চিমবঙ্গের প্রাক্তন বিধায়ক ও আসানসোলের প্রাক্তন মেয়র। 

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যের হিন্দী ভাষী জনগোষ্ঠীর অধিকার ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষায় এই নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।  ব্যারাকপুর অঞ্চলে হিন্দী ভাষী সম্প্রদায়ের মধ্যে কুন্দনের জনপ্রিয়তা ও সক্রিয়তা এই পদে তাঁর মনোনয়নের পেছনে বড় ভূমিকা রেখেছে।

জিতেন্দ্র তিওয়ারি বলেন, “হিন্দী ভাষী সম্প্রদায়ের উন্নয়ন ও অধিকার রক্ষায় আমরা একসঙ্গে কাজ করব। কুন্দনের মতো তরুণ নেতার অন্তর্ভুক্তি আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করবে।”

নতুন নেতৃত্বের অধীনে সংগঠনটি রাজ্যের বিভিন্ন অঞ্চলে হিন্দী ভাষী জনগণের সমস্যা ও দাবিদাওয়া নিয়ে আরও সক্রিয়ভাবে কাজ করার পরিকল্পনা করছে। এছাড়াও আজ ৩ জেলার জেলা সভাপতিদের নাম ঘোষণা হয়েছে, সংগঠনের তরফে।

error: Content is protected !!