হিন্দমোটরে ইডি হানা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সাত সকালে হিন্দমোটরের দেবাই পুকুরের এমিনেন্ট কমপ্লেক্সের সি ব্লকের প্রথম তলার একটি ফ্ল্যাটে ইডির হানা। সকাল সাতটা নাগাদ তিনটি গাড়ি করে পাঁচজন আধিকারিক ৬ জন কেন্দ্রীয় জওয়ানকে নিয়ে আবাসনে ঢোকে। স্থানীয় সূত্রে খবর, এক বিকাশ লাচ্ছাই রামকা ওই ফ্ল্যাটের বাসিন্দা।স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে থাকেন তিনি।সেখানে তল্লাশি অভিযানে আসেন আধিকারিকরা।