হিটওয়েভ জারি, তবে বৃষ্টি খুব দূরে নয়, কী বলল আবহাওয়া দফতর?

নিজস্ব সংবাদদাতা, Todays Story: উত্তরবঙ্গে বৃষ্টি আর দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের জেরে জেরবার রাজ্যবাসী৷ আজ, শুক্রবার ও আগামিকাল, শনিবার রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে ‘হিটওয়েভ অ্যালার্ট’ জারি করা হয়েছে। তবে রবিবার থেকে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। তার আগে পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।আজ, শুক্রবার উত্তরবঙ্গের ৫ জেলায় ঝড় বৃষ্টি হতে পারে। শনিবার বৃষ্টি বাড়তে পারে। দক্ষিণবঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে শুক্র ও শনিবারে দাবদাহ চলবে।কলকাতায় আজ আকাশ থাকবে আংশিক মেঘলা। শনিবারের মধ্যে তাপমাত্রা ছুঁতে পারে ৩৮ ডিগ্রি। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৮.২ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৫ থেকে ৯৩ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *