হিংসা করে ১০০ দিনের কাজের টাকা বন্ধ করেছে: মমতা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মমতা বলেন, ‘বেকারত্বের হার আমরা কমিয়েছি। MSME-তে আমরা ভারতে এক নম্বর। ১০০ দিনের কাজে পর পর চার-পাঁচ বছর এক নম্বরে ছিলাম। তাই সেলফিস জায়েন্টরা, যারা হাইলোডেড ভাইরাস, যাদের হিংসা আছে, তারা ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে।’