হাসিনাকে বাঁচাতে পারবে না ভারত! মুজিবকন্যার নাম না করে হুঁশিয়ারি ইউনুসের প্রেস সচিবের

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: শেখ হাসিনার প্রত্যার্পণ নিয়ে টানাপোড়েন তুঙ্গে ভারত-বাংলাদেশের মধ্যে। মুজিবকন্য়াকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠিও দিয়েছে মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার। এদিকে, গত বছর বাংলাদেশে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ মামলায় হাসিনা-সহ তিনজনের বিরুদ্ধে শুনানি শেষ। চার্জ গঠনের দিনক্ষণ ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ১০ জুলাই তাঁদের বিরুদ্ধে চার্জ গঠন করা হবে। এর মাঝেই মুজিবকন্যার নাম না করে ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম বললেন, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত একজন ব্যক্তিকে আর রক্ষা করার সুযোগ নেই ভারতের।