হার নিশ্চিত, তবুও ভোটযুদ্ধে শামিল ৯৮ বারের ‘হেরো’ প্রার্থী

নিজস্ব সংবাদদাতা, Todays Story: ৯৮ বার প্রার্থী হয়েছেন নির্বাচনে। হেরেছেনও ৯৮ বার। কিন্তু তাও দমেননি৷ এবারও ভোটে দাঁড়াবেন ৭৮ বছরের হাসনুরাম আম্বেদকরী। ১৯৮৫ সাল থেকে একটানা লড়ে আসা মানুষটি আত্মপ্রত্যয়ী। নাহ জেতার স্বপ্ন দেখছেন না, হার নিয়ে নিশ্চিত তিনি। কিন্তু তা বলে বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদীনি। ভোটের ময়দান ছাড়ছেন না হাসনুরাম!পেশায় মনরেগা শ্রমিক আম্বেদকারী বলছেন, তিনি ১০০ বার নির্বাচনে প্রার্থী হতে চান৷ তার পরে তিনি আর লড়বেন না। কিন্তু যতদিন না সেঞ্চুরি হচ্ছে, ভোটে তিনি দাঁড়াবেনই।আগ্রা জেলার খেড়াঘর তহসিলের বাসিন্দা এই মানুষটি। ১৯৮৫ সালে বহুজন সমাজ পার্টির প্রার্থীর বিরুদ্ধে বিধানসভা নির্বাচনে লড়ে তাঁর ভোটপ্রার্থী হওয়া শুরু। এবার তিনি দুটি আসনে প্রার্থী হনেন- আগ্রা এবং ফতেপুর সিক্রি।

error: Content is protected !!