হামলার ‘জবাব’ কীভাবে? বাহিনীর হাতেই ছাড়লেন মোদী

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দেশজুড়ে পহলগাম ঘটনার নিন্দা ও ক্ষোভের আবহে আগেই পাকিস্তানের (Pakistan) নাগরিকদের ভিসা বাতিল, সিন্ধু জল চুক্তি স্থগিত, আটারি সীমান্ত বন্ধ-সহ একগুচ্ছ পদক্ষেপ করেছে ভারত। পাল্টা হিসেবে একাধিক পদক্ষেপ করেছে পাকিস্তানও। যুদ্ধ যুদ্ধ পরিস্থিতিতে আবহে এবার পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার বিষয়ে বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)

মঙ্গলবার বিকেলে হঠাৎই শীর্ষস্তরীয় বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী। মোদীর সরকারি বাসভবনে ডাকা ওই বৈঠকে হাজির ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান। প্রায় একই সময়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে আরও একটি গোপন বৈঠকে উপস্থিত ছিলেন অমিত শাহের মন্ত্রকের সচিব সহ বিভিন্ন শীর্ষ সারির আধিকারিকরা। মোদীর সঙ্গে বৈঠকে সিডিএস ছাড়াও ছিলেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী, নৌসেনা প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী ও বায়ুসেনা প্রধান অমরপ্রিত সিং।

সূত্রের খবর, ওই বৈঠকেই বাহিনীর কর্তাদের প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দেন, “কাশ্মীরের জঙ্গি হানার যোগ্য জবাব দিতে হবে, এটাই দেশের সঙ্কল্প।” প্রধানমন্ত্রীর কাছ থেকে পূর্ণ স্বাধীনতা পাওয়ার পর কখন, কীভাবে প্রত্যাঘাত তা নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন বাহিনীর কর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!