📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বাঁকুড়ার বেলিয়াতোড় বনাঞ্চলে হাতি তাড়াতে গিয়ে আক্রান্ত হলেন বনকর্মীরা। অভিযোগ, হাতি তাড়ানোর জন্য বন কর্মীরা ওই এলাকায় হাজির হলে স্থানীয় বাসিন্দাদের একাংশ হামলা করেন। সাত জন বনকর্মীকে বেধড়ক মারধর করা হয়। তাঁদের বেলিয়াতোড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।
হাতি তাড়াতে গিয়ে আক্রান্ত বনকর্মীরা, বাঁকুড়ায় গ্রেপ্তার ৩

