নিজস্ব সংবাদদাতা, Todays Story: হাই কোর্টে আবেদন খারিজ। এবার সুপ্রিম কোর্টে দ্বারস্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতিতে ইডি তাঁকে গ্রেফতার করেছে। তাঁর দাবি এই গ্রেফাতারি বেআইনি। আম আদমি পার্টির তরফেও এই গ্রেফাতারিকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলা হয়েছে।সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই আবেদন করবে ও জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানাবে আম আদমি পার্টি। মঙ্গলবার দিল্লি হাই কোর্ট জানায়, অরবিন্দ কেজরিওয়ালকে ইডির গ্রেফতারি অবৈধ নয়। হাই কোর্ট জানায়, একাধিক বার সমন এড়িয়ে গিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। তাই ইডির হাতে গ্রেফতার ছাড়া কোনও বিকল্পও ছিল না।