📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দেশজুড়ে লোকসভা ভোট চলছে। মঙ্গলবার তৃতীয় দফা ভোটের মাঝেই হরিয়ানায় বিজেপি সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে কংগ্রেসের পাশে থাকার ঘোষণা করলেন সে রাজ্যের তিনজন নির্দল বিধায়ক।
মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেননির্দল বিধায়ক রণধীন গোলান (পান্ডুরি), ধর্মপাল গোন্ডার (নিলোখেরি) এবং সোমবীর সিংহ সঙ্গওয়ান (দাদরি)। তাদের আরও দাবি, বাদশাপুরের নির্দল বিধায়ক রাকেশ দৌলতাবাদও তাঁদের সঙ্গে রয়েছেন।