হনুমানজীর আশীর্বাদ নিয়ে শনিবার থেকে ভোট প্রচারে কেজরিওয়াল, দিনভর কী কী কর্মসূচি আপ নেতার


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ৫০ দিন পর শুক্রবার অন্তর্বর্তী জামিনে মুক্তি পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল। সময় নষ্ট না করে শনিবার থেকেই ভোট প্রচারে নামতে চলেছেন তিনি। শনিবার সকালে দিল্লির কনট প্লেসে হনুমানজির মন্দিরে যাবেন দিল্লির মুখ্যমন্ত্রী। সেখান থেকে আশীর্বাদ নিয়ে পার্টি অফিসে যাবেন। সাংবাদিক বৈঠকের পর বিকেলে দক্ষিণ দিল্লিতে রোড শো করার কথা রয়েছে তাঁর।