হঠাৎ হাতির হানা, মৃত ১

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: হাতির হানায় মত্যু হলো এক ব্যাক্তির। মৃত ব্যাক্তির নাম শিবু মোঙ্গর (৪৯)। জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের গোরুমারা জঙ্গল লাগোয়া মূর্তি নদী সংলগ্ন নিউ খুনিয়া বস্তি এলাকার ঘটনা। শুক্রবার ভোরে গোরু চরাতে গেলে আচমকাই লোকালয়ের কাছাকাছি হাতির মুখোমুখি পরে যান তিনি। যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিবুর।