‘ সৎ আদর্শ ‘ শায়েরা -র সমর্থনে পিতা জামিরুদ্দিন শাহ্

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:   অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক জামিরুদ্দিন শাহ। দেশ সেবার মধ্য দিয়েই কেটেছে তাঁর কাজের জীবন। ভারত – পাকিস্তান যুদ্ধে দায়িত্ব সামলেছেন দেশের পশ্চিম সীমান্ত অঞ্চলে। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন যে,  পৃথিবীর অন্য যেকোনো দেশের তুলনায় ভারতীয় সেনা অনেক বেশি সুশৃঙ্খল। নিজের কাজের প্রতি দায়বদ্ধতায় শীর্ষে। তিনি আরো জানান অতীতে  দেশবাসীর যেকোনো রকমের বিপদে ভারতীয় সেনা সব সময় পাশে থেকেছে। একই ভাবে  ভবিষ্যতেও  থাকবে।

অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জানান, শুধু সেনা নয় তাঁদের পরিবারের পরবর্তী প্রজন্মের  সদস্যরাও একই ভাব ধারায় বড় হয়েছে। দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী শায়েরা শাহ হালিম প্রসঙ্গে  তিনি জানান যে,  শায়েরা সেনা পরিবারের অনুশাসনের মধ্যে বড় হয়ে উঠেছে।  ছোট বয়স থেকে শিক্ষা পেয়েছে জীবন বিষয়ক শৃঙ্খলা,  নীতিজ্ঞান,  নিজের কাজের প্রতি দায়বদ্ধতা, সাধারণ মানুষের প্রতি ভালোবাসা সংক্রান্ত বিষয়। তিনি যেমন সারা জীবন মানুষের সেবা করেছেন, এই কেন্দ্র থেকে তাঁর কন্যা জয়ী হলেও, সাধারণ মানুষের হয়ে কাজ করবে বলেও – জানান অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক জামিরুদ্দিন শাহ।

error: Content is protected !!