📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: প্রধানমন্ত্রীর দফতর থেকে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের ফোন নম্বর। কিন্তু গত এপ্রিল থেকে এখনও পর্যন্ত বারবার ফোন করলেও কেউ তা ধরেননি বলে অভিযোগ আর জি করের নির্যাতিতার পরিবারের। মেয়ের খুন ও ধর্ষণের ঘটনার প্রকৃত বিচারের দাবিতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে চিঠি দিয়েছিলেন তরুণী পড়ুয়া চিকিৎসকের বাবা-মা। কিন্তু তাতে কার্যত হতাশ হয়েছেন বলেই দাবি তাঁদের। তাই আদালতের উপরেই ভরসা রেখে আইনি লড়াই জারি রাখবেন বলেই জানাচ্ছেন নির্যাতিতার বাবা-মা।
খতিয়ে দেখার জন্য চিকিৎসাশাস্ত্রের বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞদের নিয়ে ‘মাল্টি ইনস্টিটিউশনাল মেডিক্যাল বোর্ড’ (এমআইএমবি) গঠন করেছিল সিবিআই। কিন্তু এমআই এমবি-র চূড়ান্ত রিপোর্ট আজও সিবিআই তাঁদের দিচ্ছে না বলে অভিযোগ নির্যাতিতার বাবার। তিনি বলেন, “দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার এহেন আচরণ আমাদের বিস্মিত করছে। ন্যায় বিচারের জন্য হাই কোর্টে মামলা চলছে। প্রয়োজন হলে আবার উচ্চ আদালতে যাব।” সিবিআই সূত্রের দাবি, তদন্তে যা পাওয়া গিয়েছে তা বারবার কোর্টে রিপোর্ট দিয়ে জানানো হয়েছে। এখনও তদন্ত চলছে। মামলা যেহেতু বিচারাধীন তাই আদালত যেমন নির্দেশ দেবে তেমনই করা হবে।
শনিবার নির্যাতিতার বাবার দাবি, “রাষ্ট্রপতি আমাদের চিঠির উত্তরে জানিয়েছেন যে এই ঘটনায় তিনি ব্যথিত। কিন্তু ব্যস্ততার জন্য সাক্ষাতের সময় দিতে পারছেন না।” তিনি আরও জানান, ১৭ এপ্রিল প্রধানমন্ত্রীর দফতর থেকে ই-মেল করে জানানো হয়েছে যে বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রক দেখবে। নির্যাতিতার বাবা বলেন, “ওই ই-মেলে স্বরাষ্ট্র মন্ত্রকের একটি ফোন নম্বর দেওয়া হয়েছিল। তাতে প্রায় এক হাজার বার ফোন করেছি। কিন্তু কেউ ফোন তোলেননি।”
নির্যাতিতার পরিবারের দাবি, কী ভাবে, কোথায় তাঁদের মেয়ের মৃত্যু হয়েছে, কারা জড়িত সব জানে সিবিআই। কিন্তু অজ্ঞাত কারণে সিবিআই তা সামনে আনছে না বলে অভিযোগ করেন তরুণীর মা। বাবার দাবি, “সিবিআই-ও বিক্রি হয়ে গিয়েছে বলে মনে হয়। না হলে আজও সাপ্লিমেন্টারি চার্জশিট দিচ্ছে না কেন?” নির্যাতিতার ময়না তদন্তের রিপোর্ট
আর জি করে তরুণী পড়ুয়া- চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার পরে দশ মাস কেটে গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা ছাড়া সিবিআই আর কোনও তথ্য সামনে আনতে পারেনি বলেই অভিযোগ। সিবিআই যাতে যথাযথ তদস্ত করে তার জন্য হাই কোর্টে মামলা চলছে। কেন প্রকৃত সত্য সিবিআই সামনে আনছে না তার প্রতিবাদে ও ন্যায় বিচারের দাবিতে শনিবার নির্যাতিতার বাড়ি এলাকায় বি টি রোডের উপর পথসভা করে অভয় মঞ্চ। ‘ন্যায় বিচারের অগ্নি গর্জন নামের ওই সভাতে উপস্থিত অভ মঞ্চের আহ্বায়ক চিকিৎসক তমোনা চৌধুরী বলেন, “ন্যায় বিচারে আন্দোলন শেষ হয়নি। যত দিন মিলবে না, আমরা রাস্তাতেই থাক প্রতিবাদের আগুন কোনও ভা নিভবে না।” তিনি ছাড়াও চিকিৎ পুণ্যব্রত গুণ, উৎপল বন্দ্যোপাধ সহ অনেকে উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্র মন্ত্রকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তিলোত্তমার বাবা – মার

