স্বপ্ন যখন বাস্তব, আভিজাত শপিং মলে হেঁটে চলে বেড়াচ্ছে ছোটা ভীম!

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: স্বপ্নের জগত থেকে ছোটদের প্রিয় অ্যানিমেশন চরিত্র ছোটা ভীম এখন চোখের সামনে। সে হেঁটে চলে বেড়াচ্ছে ।এমনকি করমর্দন করছে সকলের সঙ্গে ,ছবি তুলছে , আট থেকে আশি সকলের জন্যই ।কি বিশ্বাস হচ্ছে না তো ? নিজের চোখে ছোটা ভীমকে দেখতে হলে যেতে হবে অ্যাক্রোপলিস মলে। ছোটদের বিনোদনের কথা মাথায় রেখে দক্ষিণ কলকাতার এই অভিজাত শপিং মলের পাঁচ তলায় এগিয়ে বাংলার আয়োজনে বসেছে ‘চাঁদের হাট’, যেখানে আকর্ষণের কেন্দ্র বিন্দুতে রয়েছে ছোটা ভীম।আর ছোটা ভীমকে কেন্দ্র করে বসেছে মেলাও।সৌজন্যে ওয়াকিটুন স্টুডিও। কর্ণধার নিলয় কান্তি বিশ্বাস জানান , ৩০ মে থেকে ১ জুন পর্যন্ত ১২ টা থেকে রাত ৯ টা পর্যন্ত দেখা করা যাবে ছোটা ভীমের সঙ্গে । এছাড়াও রয়েছে নানা সামগ্রী ।ছোটা ভীম পুতুল তো রয়েইছে,এ ছাড়াও বাকি চরিত্ররাও রয়েছে। টয়ের পাশাপাশি ব্যাগ টি শার্ট, ঢোল ইত্যাদি রয়েছে যা দেদার বিক্রি হচ্ছে। সব মিলিয়ে ছোটদের পাশাপাশি বড়দের কাছেও দারুণ উপভোগ্যের হয়ে উঠেছে গোটা ইভেন্ট টা।